১০০ মুসলিম মহিলাকে পদে আনছে রাজ্য বিজেপি


লখনউ: একশো জন মুসলিম মহিলা খুব শীঘ্রই পদ পেতে চলেছে বিজেপিতে৷ তাঁরা হবেন দলের মহিলা মোর্চার'তিন তালাক প্রমুখ'৷ এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে৷

উত্তর প্রদেশে বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা নাজিয়া আলম রবিবার একথা জানিয়েছেন৷ ওই রাজ্যের ৯৩টি সাংগঠনিক জেলা ও ৬ আঞ্চলিক শাখার জন্য ওই মুসলিম মহিলাদের নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন৷

এই সমস্ত মহিলাদের কাজ হবে তিন তালাকের ফলে অবহেলিত মুসলিম নারীদের ও তাঁদের সন্তানদের জীবনের মূল স্রোতে ফিরতে সাহায্য করা৷ নাজিয়ার কথায়, সেই কারণেই শিক্ষিত মুসলিম মহিলাদের কাজে লাগানো হবে৷ যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের শরিয়ত আইন সম্বন্ধেও স্পষ্ট ধারণা থাকতে হবে৷ পুরো দলটা নেতৃত্ব দেবেন নাজিয়া নিজেই৷

দীপাবলির পরেই ওই মহিলাদের নিয়োগ করা হবে৷ ডিসেম্বর থেকে তাঁরা কাজ শুরু করবেন৷ প্রথমেই তাঁরা দেখবেন উত্তপ্রদেশে তিনতালাক প্রাপ্ত কতজন মহিলা রয়েছেন৷ তাঁদের আর্থিক অবস্থা কেমন৷ পরিস্থিতি বুঝে ওই মহিলাদের আর্থিক স্বাস্থ্য ফেরানোর উদ্যোগ নেওয়া হবে৷ তাঁদের স্বনির্ভর করার কাজ করা হবে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে৷

এখানেই না থেমে কোরান ও শরিয়তের নামে অপ্রপচারের বিরুদ্ধে বিজেপি উত্তরপ্রদেশে পথে নামবে বলেও জানিয়েছেন দলের মহিলা মোর্চার সম্পাদিকা নাজিয়া আলম৷