সামনের বছর জানুয়ারিতেই হবেWBCS


কলকাতা: রাজ্য সরকারের অন্যতম সেরা চাকরি হল ডব্লিউবিসিএস (West Bengal Civil Service) ৷ প্রতিবছর লক্ষাধিক পরীক্ষার্তথী এই পরীক্ষায় বসলেন৷সাধারণত বছরের শুরুতেই ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি নিয়ে থাকে নিয়ে থাবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ ডব্লিউবিপিএসসি এর পরিচালিত ওয়েব সাইটে (www.pscwbapplicaton.in) একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে ২০১৯ সালে ডব্লিউবিসিএস পরীক্ষাটি হবে ২০/০১/২০১৯ তারিখে৷

ডব্লিউবিসিএস প্রিলিমিনারী পরীক্ষার তারিখ জানানোর সঙ্গেই সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতির ব্যাপারে জানিয়েছে৷ প্রিলিমিনারিতে ২৫ নম্বর করে আটটি বিষয় অর্থাৎ মোট ২০০ নম্বরে পরীক্ষা হয়৷ বিষয় গুলি হল, ইংরাজী, প্রাচীন ভারতের ইতিহাস, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের সংবিধান, অ্যারেথমেটিক ও জেনারেল ইন্টিলিজেন্সি, কারেন্ট অ্যাফায়ার্স ৷

প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেইন পরীক্ষার বসার সুযোগ পাওয়া যায়৷WBCS পরীক্ষার দ্বিতীয় ধাপ অর্থাৎ মেইন পরীক্ষা পাশ করলে সফল পরীক্ষার্থীদের পারসনালিটি টেস্ট নেওয়া হয় ৷এটি পেরোতে পারলেই আসে চাকরির সুযোগ৷

পরীক্ষার ডেট ঘোষণা করলেও WBCS পরীক্ষার জন্য কবে থেকে ফর্ম ফিলাপ শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি wbpsc-এর সাইটটিতে৷