ভিডিয়ো বানিয়ে মাত্র ১৬ বছরেই ৩ কোটি টাকা জিতে নিল এই পড়ুয়া!


ভিডিয়ো বানিয়ে প্রায় ৩ কোটি টাকা (২ কোটি ৯২ লক্ষ টাকা) পুরস্কার জিতল বেঙ্গালুরুর এক ছাত্র!

ওই ছাত্রের নাম সময় গোরিকা (১৬)। বেঙ্গালুরুর ন্যাশনাল পাবলিক স্কুলের ছাত্র সময়। ব্রেকথ্রু জুনিয়র চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ওই ছাত্র। সারকার্ডিয়ান রিদম বা জীব দেহের ২৪ ঘণ্টার একটা ঘড়ি এবং তার দিনের বিভিন্ন সময়ে দৈনন্দিন কাজকর্মে কী ভাবে প্রভাব ফেলে তার উপর একটা ভিডিয়ো করেছিল সে। সেই ভিডিয়ো বানিয়েই পুরস্কার জিতে নিয়েছে সময়।

ব্রেকথ্রু জুনিয়র চ্যালেঞ্জ বিশ্বব্যাপী একটা ভিডিয়ো প্রতিযোগিতা। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্কের নানা বিষয় নিয়ে ভিডিয়ো বানান প্রতিযোগিতা। প্রতিবছর আমেরিকাতে এই ভিডিয়ো প্রতিযোগিতা হয়। বিভিন্ন দেশ থেকেই পড়ুয়ারা অংশ নেন।

সময়ের পরিবারে পার্কিনসনস্‌-এ আক্রান্ত সদস্য রয়েছেন। সময় চিরকালই তাই মেডিক্যাল ট্রিটমেন্টের উপরে সারকার্ডিয়ান রিদমের প্রভাব নিয়ে খুব আগ্রহী। আর সেই আগ্রহ থেকেই সারকার্ডিয়ান রিদম নিয়ে ওই ভিডিয়ো বানিয়ে ফেলেছে।

প্রতিযোগিতায় যে ১৫ জন ফাইনালে উঠেছিলেন, তার মধ্যে তিনজন ভারতীয় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সময়ের ভিডিয়োকেই বেছে নেন বিচারকরা।