‌‌‌বিজেপি ২৫–৩০ কোটি টাকা ঘুষ দিতে চাইছে, অভিযোগ কুমারস্বামীর


বিজেপির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। মঙ্গলবার পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে প্রায় ফুৎকারে উড়িয়ে দুটি লোকসভা এবং দুটি বিধানসভা আসনই জিতে নিয়েছে কংগ্রেস–জেডিএস জোট। জয়ের খবর পাওয়ার পর দুপুরেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্য এবং কেন্দ্রের কংগ্রেস কর্মীদের এবং নিজের দলের কর্মী, সমর্থকদের অভিনন্দন জানিয়ে বলেন, '‌বিজেপি এই জোটকে অপবিত্র মৈত্রী বলে কটাক্ষ করেছিল। এবার সেই অভিযোগ নস্যাৎ হয়ে গেল। আগামী নির্বাচনের জন্য এটা প্রথম পদক্ষেপ। লোকসভায় রাজ্যের ২৮টি আসন আছে। কংগ্রেসের সঙ্গে মিলে জেডিএস সব কটা আসনই জিতবে। আজকের নির্বাচন জিতেছি বলে এটা শুধু ফাঁকা বড়াই নয়। এটা মানুষের আমাদের উপর আস্থার প্রমাণ।' কুমারস্বামীর অভিযোগ, '‌বিজেপি জোটের কয়েকজন বিধায়ককে ২৫–৩০ কোটি টাকা ঘুষ দিয়ে কিনতে চাইছে। কিন্তু তারা কখনওই এই অসৎ উদ্দেশ্যে সফল হবে না।

এদিন টিপু জয়ন্তী পালন নিয়ে বিজেপির সমালোচনারও কড়া জবাব দেন কুমারস্বামী। তিনি বলেন, '‌আমি টিপু জয়ন্তী পালনে কখনও বাধা দিইনি আবার করতেও বলিনি। শুধু বলেছি, দেশে অনেক সম্প্রদায়ের মানুষ আছেন। তাঁরা নিজেদের নেতাদের জন্মদিন পালন করেন। বিজেপি যদি ওই অনুষ্ঠানের অঙ্গ হতে না চায় তাহলে তিনি জোর করবেন না তাদের।'‌