রাজ্যে ৬ হাজার কোটির বিনিয়োগ রাষ্ট্রায়ত্ত সংস্থার! হচ্ছে নতুন কর্মসংস্থান


রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি অসমে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই টাকায় প্রায় ২০০ কূপ খনন করা হবে বলেও জানানো হয়েছে। তেলের উৎপাদন বাড়াতে আগামী সাতবছরে এই টাকা খরচ করা হবে। ৩০০ লোকের কাজের বন্দোবস্ত হবে।

আপার অসমের শিবসাগর এবং চড়াইদেও জেলায় এই বিনিয়োগ করা হবে। ওএনজিসির ডিরেক্টর(অনশোর) এসকে মৈত্র বলেছেন, অসমের শিবসাগর এবং চড়াইদেও জেলায় ২০০ টি কূপ খনন করতে ৬ হাজার কোটির বিনিয়োগ করবে ওএনজিসি। এই অর্থবর্ষ থেকে শুরু করে পরবর্তী সাত বছরে এই কূপগুলি খনন করা হবে বলে জানিয়েছেন তিনি। এই বিনিয়োগে রাজ্য থেকে তেলের উৎপাদনও বাড়বে বলে জানিয়েছেন ওএনজিসির ডিরেক্টর(অনশোর)।

২০২২ সাল নাগাদ জ্বালানি তেলের আমদানি ১০ শতাংশ হ্রাস করার প্রধানমন্ত্রীর আবেদনেও সাড়া দিয়েছে ওএনজিসি। এর জন্য নর্থ ইস্ট হাইড্রোকার্বন ভিশন ২০৩০-এর লক্ষ্যে কাজ শুরুর কথাও জানিয়েছেন তিনি।
মৈত্র জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে অসমকে গুরুত্ব দিয়ে এসেছে ওএনজিসি। ২০১৯-এ বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন বছরের পুরস্কার হল ৩০৮টি নতুন পদে নিয়োগ।