ধর্মঘটে যোগ দিচ্ছে দুই ব্যাঙ্ক কর্মচারী সংগঠন


আগামী ৮–৯ জানুয়ারি ১০টি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘটে সামিল হতে চলেছে ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠনের একাংশ। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ব্যাঙ্কিং সেক্টরের দু'টি ট্রেড ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ‌) এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বেফি) ইন্ডিয়ান ব্যাঙ্ক'স অ্যাসোসিয়েশনকে (আইবিএ) জানিয়েছে, তারা ওই ধর্মঘটে যোগ দেবে। স্বাভাবিকভাবেই দু'দিন ব্যাঙ্কিং পরিষেবা যথাযথভাবে চলবে কি না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

তবে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরও কর্তৃপক্ষও এই ব্যাপারে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবায় ওই বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এলাহাবাদ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ধর্মঘটের প্রভাব পরিষেবায় পড়তে পারে। উল্লেখ্য, গত ২১ এবং ২৬ ডিসেম্বর একাধিক ইস্যুতে ব্যাঙ্ক ধর্মঘটের ফলে সম্পূর্ণ ব্যাহত হয়েছিল পরিষেবা। এমনকী শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই নয় বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের তরফে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।