দেশে এবার চালকহীন স্মার্ট বাস, তাক লাগালো পাঞ্জাবের ছাত্ররা


স্মার্ট যুগে স্মার্ট বাস। ফোন থেকে গাড়ি, সানগ্লাস থেকে হেলমেট এখন সবই স্মার্ট। এবার পালা বাসের। আর চালকবিহীন সেই স্মার্ট বাস তৈরি করে তাক লাগিয়ে দিলেন পাঞ্জাবের লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে ৩০০ জন ছাত্র। যা এখন চর্চার বিষয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে দৌড়তে সক্ষম চালকবিহীন এই বাস। একবার চার্জ দিলেই ৭০ কিলোমিটার পর্যন্ত চলবে। আর বসতে পারবেন ১০–৩০ জন যাত্রী। নেভিগেশনের জন্য রয়েছে জিপিএস এবং ব্লুটুথ। ১০ মিটার রেডিয়াসের মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ করা যাবে। ওয়ারলেস সিগনালিংয়ের মাধ্যমে বাসটি চলে। সিগন্যাল খোঁজে আল্ট্রাসনিক এবং ইনফ্রা রেড সেন্সর ব্যবহার করে। বাসটি বানাতে ছাত্রদের সময় লেগেছে ১ বছর। আপাতত এই স্মার্ট বাস বিমানবন্দর চত্বরে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। তবে আগামী বছর বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে বলে খবর। পরিবেশ বান্ধব ও দূষণহীন বাসের দাম প্রায় ৬ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।