চাকরিতে এবার সংরক্ষণ জেনারেলদের জন্যও, নতুন সিদ্ধান্ত কেন্দ্রের

মোদী সরকারের নতুন সিদ্ধান্ত।

এবার সংরক্ষণের আওতায় থাকবেন জেনারেল ক্যাটাগরিও লোকসভা ভোটের আগেই কেন্দ্রের নতুন কল্পতরু সিদ্ধান্ত।

জেনারেল ক্যাটাগরির মধ্যে যাঁরা আর্থিক ভাবে পশ্চাৎপদ, তাঁদের এই নিয়ম আনা হচ্ছে। মোট ১০ শতাংশ সংরক্ষণ করতে চলেছে মোদী সরকার। শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণ করা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। স‌ংবিধান সংশোধন করেই এই নয়া নিয়ম চালু করবে কেন্দ্র।

মঙ্গলবার শীতকালীন অধিবেশনের শেষ দিন। অনুমান করা হচ্ছে, ওই দিনই আইনসভায় পেশ করা হতে পারে সংশোধনীটি।

কারা এই সংরক্ষণের আওতায় পড়বেন—
• আট লক্ষের নীচে বার্ষিক আয় যাদের।

• পাঁচ হেক্টরের নীচে চাষের জমি থাকতে হবে।

• নিজের বাড়ি হাজার স্কোয়ার ফিটের কম হলে।

• মিউনিসিপ্যালিটি অঞ্চলে বাড়ি থাকলে ১০৯ গজের কম জায়গায় বাড়ি থাকতে হবে।

• মিউনিসিপ্যালিটির আওতায় নেই, এমন এলাকায় বাড়ি থাকলে ২০৯ গজের কম জায়গায় বাড়ি থাকতে হবে।

 
তবে গোটা বিষয়টি নিয়ে বিজেপিকে পালটা তোপ দেগেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। লোকসভা ভোটের আগে ভোটের জন্য এই সংশোধনী আনা হচ্ছে বলে অভিযোগ করছেন বিরোধী নেতারা।