অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যষ্ঠ, কেরিয়ারের ২৫তম সেঞ্চুরি কিং কোহালির

বিরাট কোহালি

মিচেল স্টার্কের বলে বলিষ্ঠ হাতে ছোট্ট পুশ। স্ট্রেট ড্রাইভ! বলটা বাউন্ডারি লাইন পেরোতেই স্কোরবোর্ডে বিরাট কোহালির নামের পাশে ফুটে উঠল ১০০ রান। পার্‌থের পিচে নিজের ২৫তম টেস্ট সেঞ্চুরি করে ফেললেন কিং কোহালি। আর সেই সঙ্গেই সমালোচকদের যেন আপাতত চুপ করিয়ে দিলেন। পার্‌থের পিচে কেন চার পেসার? এক জন বিশেষজ্ঞ স্পিনার নেই কেন? অজিদের স্বস্তি না দিলেও যশপ্রীত বুমরাকে কেন দ্বিতীয় দিনে আরও আগে বল করতে ডাকলেন না? বিরাটের দাপটের মাঝেও সমালোচকদের মুখে উঠে আসছিল এই সমস্ত প্রশ্ন।

রবিবার এই সমস্ত প্রশ্নকেই পার্‌থের সোয়ান নদীর জলে ফেলে দিলেন ক্যাপ্টেন কোহালি। না! বরং বলা ভাল, ব্যাটসম্যান কোহালি। ২১৪ বলে ১১ চার দিয়ে সাজানো সংযমী ইনিংসের সেঞ্চুরিতে তাঁর স্ট্রাইক রেটটা দেখুন! পঞ্চাশেরও নীচে। কতটা ধরে খেলেছেন তা বোঝাতেই এটা যথেষ্ট। শনিবার ভারতীয় ইনিংসের শুরুতে মাত্র ৫.১ ওভারে দুই ওপেনারকে হারিয়ে টিম ইন্ডিয়া যখন বিপদের খাদের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই চেতেশ্বর পূজারাকে নিয়ে হাল ধরেছিলেন। দিনের শেষে যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন সঙ্গীবদল হয়েছে বটে, তবে টিম ইন্ডিয়াকে বিপর্যয়ের মুখে পড়ার হাত থেকে অনেকটাই বাঁচিয়ে দিয়েছেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হেজ্লউড— অজি পেস ত্রয়ীকে পাল্টা মারের রণনীতি নিলেও নিজের সংযম হারাননি। বরং মাথা ঠান্ডা রেখে হিসেব কষে এগিয়েছেন লক্ষ্যের দিকে।