সর্বজিত খুনে অভিযুক্ত দুইজনকে বেকসুর খালাস পাক আদালতের


ইসলামাবাদ: সর্বজিত সিং খুনে অভিযুক্ত দুইজনকে বেকসুর খালাস পাকিস্তান আদালতের৷ তাদের বিরুদ্ধে পাক জেলে বন্দি থাকাকালীন সর্বজিত সিংকে খুন করার কোনও প্রমাণ মেলেনি৷ তাই প্রমাণাভাবে তাদের বেকসুর খালাস করে পাক আদালত৷

গত পাঁচ বছর ধরে এই মামলার শুনানি চলছে৷ শনিবার লাহোরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ মহম্মদ মইন খোকর এই মামলার রায় দেন৷ দুই প্রধান অভিযুক্ত আমির তাম্বা ও মুদসরের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চায়নি৷ অথবা পরে মামলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন৷ এই অবস্থায় বিচারক জানান, আদালতে একজনও সাক্ষী এসে এটা জানায়নি যে দু'জনে ঘটনার সঙ্গে জড়িত৷ তাই প্রমাণাভাবে তাদের ছেড়ে দিল আদালত৷

দীর্ঘ বছর লাহোরের কোট লখপত জেলে বন্দি ছিলেন ভারতীয় নাগরিক সর্বজিত সিং৷ ৯০এর দশকে শুরুতে লাহোর ও ফয়জলবাদে বোমা বিস্ফোরণ ঘটনায় সর্বজিতের নাম উঠে আসে৷ সেই ঘটনায় তাঁকে মৃত্যুদণ্ড দেয় পাক আদালত৷ ২০১৩ সালে এই লখপত জেলেই অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর৷ সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উঠে আসে আমির তাম্বা ও মুদসরের নাম৷ শনিবার তাদের জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করানো হয়৷

এর আগে সর্বজিত খুনের তদন্তে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেয় তৎকালীন পাক সরকার৷ লাহোর হাইকোর্টের বিচারপতি মজহর আলি আকবর নাকভি করেন সেই তদন্ত৷ সেশন কোর্টে মামলাটি শুরু হওয়ার আগে নাকভি ৪০ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করেন৷ পরে সরকারের কাছে তদন্ত রিপোর্টও জমা দেন৷ যা আজও প্রকাশ করা হয়নি৷