7TH PAY COMMISSION: একগুচ্ছ খুশির খবর সরকারী কর্মচারীদের জন্য


নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই হাসি ফুটবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মুখে৷ দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি উঠছিল৷ তবে এই বিষয়ে কেন্দ্রের তরপ থেকে কোনও প্রতিক্রিয়া এতোদিন পাওয়া যায়নি৷

বর্তমানে কেন্দ্রের সরকারী কর্মচারীদের বেসিক স্যালারি ১৮,০০০টাকার ওপরে৷ তাদের বেতন বৃদ্ধি হতে পারে এমনই খবর গত সপ্তাহে শোনা গিয়েছিল৷ আর এবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, ৫ টি বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷

১) নরেন্দ্র মোদী সরকার ন্যাশনাল পেনশন স্কিমে(এনপিএস)-এ মূল বেতনে ১০ শতাংশ থেকে ১৪ শতাংশ বৃদ্ধি করেছে বলে জানা গিয়েছে৷ এতে ১৮ লক্ষ কর্মচারীরা লাভের মুখ দেখবে বলে মনে করা হচ্ছে৷

২) শুধু এনপিএস-এ বৃদ্ধিই নয়, এর পাশাপাশি মন্ত্রিসভা অনুমোদন করেছে এই প্রকল্প থেকে থোক টাকা তুলে নিলে অথবা প্রকল্প ছেড়ে বেরিয়ে আসলে যে টাকা পাওয়া যাবে তার ৬০ শতাংশ কর ছাড়ের আওতায় পড়বে৷ এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই৷

৩) সূত্র অনুযায়ী, কর্মচারীদের প্রোমোশন এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকার নতুন নিয়ম লাগু করতে চলেছে৷ যেখানে পাবলিক ফিডব্যাক অর্থাৎ জনগণের মতামতের ওপরও অনেকটাই নির্ভর করবে চাকরিক্ষেত্রে উন্নতি৷ উল্লেখ্য, জনগণের সঙ্গে যে সব ক্ষেত্রে সরকারী কর্মচারীদের সরাসরি যোগাযোগ থাকে সেসব ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য৷

৪) কেন্দ্র এবং রাজ্য সরকারের লক্ষ কর্মচারীরা পুরনো পেনশন স্কিম বহাল রাখার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে৷ এই বিষয়ে ব্যবিনেট সচিব পি করে সিনহা আশ্বস্ত করে জানিয়েছেন পুরনো পেনশন স্কিমের সবধরণের সুবিধা কর্মচারীরা পাবেন এবং এই বিষয়ে মন্ত্রকের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে৷

৫) রেল এবং বিএসএনএল কর্মীদের বিক্ষোভে কেম্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বেতন এবং ভাতা সংক্রান্ত দাবির ওপর শীঘ্রই বড় সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷