‘৪৭ বছরে আচ্ছে দিন দিতে পারেনি কংগ্রেস, মোদিজী ৪ বছরে কী করবে ?’


কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হয়নি৷ ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে সরকারের পতন বিজেপির মেরুদন্ড ভেঙে গিয়েছে বলে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে কংগ্রেস৷ দেশের 'হিন্দি হার্টল্যান্ডে'বিজেপির এই পরাজয় কংগ্রেসকে জাতীয় রাজনীতিতে বাড়তি অক্সিজেন জুগিয়েছে৷

রাজনৈতিক মহলের বক্তব্য, আজ ভারতীয় জনতা পার্টির যে ব্যাপ্তি বা প্রসার তা অনেকটাই, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পরবর্তীকালে ছত্তিশগড়ের জন্য৷ ২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ী ক্ষমতাচ্যুত হয়েছিলেন৷ বিজেপি সারা ভারত থেকে ৯১টি আসন পেয়েছিল৷ তারমধ্যে ৭০টি আসন এসেছিল এই চার রাজ্য থেকে৷ মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় বিজেপির হাত থেকে গিয়েছে৷ গুজরাতে কংগ্রেসের কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে পার্টি৷ এটাও মনে রাখা প্রয়োজন, রাজস্থান বাদে বাকি তিনটি রাজ্যে দুই দশক ধরে ক্ষমতা ধরে রেখেছিল বিজেপি৷

তবে সাম্প্রতিক খারাপ ফলাফল এবং সংসদ ও সংদের বাইরে রাফায়েল চুক্তির গড়মিল নিয়ে বিপাকে রয়েছে বিজেপি ৷ যদিও রাফায়েল নিয়ে সর্বচ্চ আদালতের রায় বিজেপিকে কিছুটা স্বস্তি দিয়েছে ৷ কিন্তু বিজেপি নেতৃত্ব ভালো করেই জানে, রাফায়েল নিয়ে দেশবাসীর যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি ৷ তার ওপর কংগ্রেস রাফায়েল কেলেঙ্কারীকে বোফর্স কেলেঙ্কারীর সমান উচ্চাতায় নিয়ে যেতে চাইছে ৷ এক্ষেত্রে রাহুল গান্ধী কিছুটা সফলও হয়েছেন ৷ রাফায়েল সংক্রান্ত তথ্য কেন জানলো না ক্যাগ (কনট্রোলার অ্যান্ড অডিট জেনারেল) এই প্রশ্ন তুলেছেন রাহুল ৷ এই পরিস্থিতিতে স্যোশাল মিডিয়া থেকে জনসভা – সবক্ষেত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা প্রচার তুঙ্গে তোলার চেষ্টায় রয়েছেন ৷ যেসব বিষয়গুলি তারা জনসমক্ষে আনার চেষ্টা করছেন তা হল :

১. দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৬ বছর ২৮৬ দিন তখ্তে ছিলেন৷ ইন্দিরা গান্ধী ১৫ বছর ৫১ দিন ওই পদে ছিলেন৷ রাজীব গান্ধী ৫ বছর ৩২ দিন৷ মনমোহন সিং প্রধানমন্ত্রী পদে ছিলেন ১০ বছর ৪ দিন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাঁরা চার বছরেই 'আচ্ছে দিন'চাইছেন তারা জেনে রাখুন, ৪৭ বছর ৪৮ দিন কংগ্রেসীরা প্রধানমন্ত্রী ছিলেন ৷ কিন্তু দেশে 'আচ্ছে দিন'আসেনি ৷ 'ফল খানা হ্যায় তো পের বড়া হোনে দো …৷'

২. নরেন্দ্র মোদী কেন বিদেশ সফর করেন জানতে গেলে বলতে হবে – (ক) সৌদি আরবকে তিনি অপরিশোধিত তেল Preminium Charges এর মাধ্যমে সঠিক সময়ে পৌছে দেওয়ার জন্য রাজি করিয়েছেন ৷ এর ফল পেতে কয়েক বছর অপেক্ষা করতে হবে দেশবাসীকে ৷

৩. জাপানের সঙ্গে বুলেট ট্রেন নিয়ে ১০ লক্ষ কোটি টাকার চুক্তি হয়েছে ৷ কৃতিত্ব প্রধানমন্ত্রীর ৷

৪. ভিয়েতনামের সঙ্গেও তেল চুক্তি হয়েছে ভারতের ৷ ভারতকে তেল বেচবে ভিয়েতনাম ৷

৫. ইরান ভারতকে ডলারের জায়গায় টাকায় তেল বেচতে রাজি হয়েছে ৷ এতে অনেক টাকা বাঁচবে ৷

৬. ২৮ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফর করেছে ৷ ইউরেনিয়াম আমদানির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ৷ এতে বিদ্যুত পাওয়া যাবে৷

৭. উত্ত পূর্বের রাজ্যগুলিকে চিনা আগ্রাসন রুখতে ইন্দো-চায়না বর্ডার রোড তৈরি হচ্ছে ৷ দেশের সেনা বাড়তি সুবিধা পাবে ৷

৮. ইয়েমেন থেকে ৪ হাজার ভারতীয় ফিরছেন – মোদীজি এবং সৌদি রাজার বন্ধুত্বের জন্যই তা সম্ভব হয়েছে ৷

৯. রাফায়েল চুক্তি ৭ বছর আগেই করে যেতে পারত কংগ্রেস সরকার ৷ পাকিস্তান-চিনেক কাছে পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমান রয়েছে ৷ ভারতের কাছে তা অত্যাবশ্যকীয় ৷

১০. কানাডায় ভারতীয়রা On Arrival Visa পাবে ৷

প্রচারের সব শেষে বলা হয়েছে – আপনারা প্রধানমন্ত্রী পছন্দ করেছেন ৷ জাদুকর নয় ৷