জালালাবাদে প্রবল বিস্ফোরণ! ১০ শিখ-সহ মৃত কমপক্ষে ১৯


আফগানিস্তানের জালালাবাদে প্রবল বিস্ফোরণ। কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। সেখানকার প্রাদেশিক সরকারের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে বেশিরভাগই শিখ সম্প্রদায়ের।

প্রেসিডেন্ট আসরাফ ঘনি জালালাবাদে একটি হাসপাতাল উদ্বোধন করার কয়েক ঘণ্টা পরেই এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। বিস্ফোরণে শহরের মুখাবেরাট স্কোয়ারের আশপাশে বাড়ি ও দোকানের ক্ষতি হয়। এমনটাই জানিয়েছেন সরকারি মুখপত্র আতাউল্লা খোগায়নি।

নানগারহারের পুলিশ প্রধান গোলাম সানায়ি তানেকজাই জানিয়েছেন, প্রেসিডেন্টের অনুষ্ঠানে যাওয়া শিখ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। মৃতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিখ সম্প্রদায়ের বলে জানা গিয়েছে।
আফগানিস্তান মুসলিম প্রধান হলেও, অল্পসংখ্যক হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষ রয়েছেন সেখানে।

নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপত্র ইমানুল্লা মিয়াখেল জানিয়েছেন, বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত হয়েছে। যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আফগান পার্লামেন্টে শিখ ও হিন্দুদের প্রতিনিধিত্বকারী অবতার সিং খালসাও এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। ৫২ বছর বয়সী অবতার সিং খালসা ১০ বছর আফগান সেনাবাহিনীতে কাজ করেছেন। স্ত্রী ছাড়াও ৪ সন্তান রয়েছেন তাঁর।

এখনও পর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার না করলেও, নানগারহারে আইএস জঙ্গিদের উপস্থিতি গত কয়েক বছরে বেড়েছে।