বয়ঃসন্ধিকালে মদ্যপান কমাতে পারে মস্তিস্কের কর্মক্ষমতা, বলছে গবেষণা


কলকাতা:  বয়ঃসন্ধিকালে মাত্রারিক্ত মদ্যপান নষ্ট করে দিতে পারে মস্তিস্কের চিন্তাশক্তি । একই সঙ্গে ব্যাহত হতে পারে হজমক্ষমতা । সম্প্রতি ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এই তথ্যই জানা গিয়েছে  ।

এই গবেষণায় দেখা গিয়েছে যে অতিরিক্ত মদ্যপানের ফলে দেহের হজমক্ষমতায় পরিবর্তন আসে যা একই সঙ্গে মস্তিস্কের ধূসর পদার্থকে কমিয়ে দেয় । এছাড়াও পেশী নিয়ন্ত্রণ ক্ষমতা, সংবেদনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা কমে যাওয়ার মত সমস্যারও সৃষ্টি করে । বিশেষতঃ কিশোরীদের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবনতা অনেক বেশি ।

ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের নুরা হেইকিনেন জানান, ঐ গবেষণায়  জানা গিয়েছে  গ্রহণযোগ্য মাত্রায় মদ্যপান করলেও হতে পারে একই ধরণের শারীরিক পরিবর্তন। অত্যধিক মদ্যপানের ফলে মস্তিস্কে ১-মিথাইলহিস্টামিন-উৎপন্ন হয় যা কমিয়ে দেয় ধূসর বস্তু। এর ফলে স্বাভাবিক কর্মক্ষমতা ব্যাহত  হয় ।

তবে এই গবেষণাটি মদ্যপানের কুপ্রভাবগুলি চিহ্নিত করতে সাহায্য করবে। মদ্যপানজনিত কারণে নানাবিধ সমস্যা দূর করার জন্য নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনেও সাহায্য করবে এই নতুন পর্যবেক্ষণগুলি, জানিয়েছেন গবেষকরা।