রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান প্রয়াত


বার্ন: প্রয়াত হলেন রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন সপ্তম মহাসচিব এবং ঘানার কূটনীতিবিদ কোফি আন্নান৷ শনিবার সকালে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ জানা গিয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসা চলছিল তাঁর৷ সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন৷

১৯৩৮-এর ৮ এপ্রিল কুমাসিতে জন্ম কোফি আত্তা আন্নানের৷ প্রাথমিক পড়াশোনা শেষ করে কুমাসির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে পড়েন তিনি৷

মিনেসোটার ম্যাকালেস্টার কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি৷ ২০ বছর বয়সে তিনি ফোর্ড ফাউন্ডেশন স্কলারশিপ পান৷ ১৯৬১ ব্যাচেলর ডিগ্রী অর্জন করেন তিনি৷

গ্র্যাজুয়েশনের পর  World Health Organization (WHO)-এ কাজে যোগ দেন তিনি৷ জেনেভাতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং বাজেট অফিসার হিসেবেও কাজ করেন তিনি৷

১৯৭৪ সালে রাষ্ট্রসঙ্ঘের এমারজেন্সি ফোর্সে চিফ সিভিলিয়ন পার্সোনেল অফিসার হিসেবে তিনি কায়রোতে যান৷ তবে ঘানা ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘে ছাড়েন তিনি৷ পরবর্তীকালে, ১৯৭৬-এ তিনি ফের রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে যুক্ত হন৷

১৯৯৬-এ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব পদের দায়িত্বে আসেন কোপি আন্নান৷ শনিবার সকালে সুইজারল্যান্ডে প্রয়াত হন তিনি৷