টক-টাইম ক্রেডিট থেকে ফ্রি ইন্টারনেট! বড়সড় সুবিধা airtel-এর


নয়াদিল্লি: কেরালার বন্যার্তদের সাহায্যে এবার ময়দানে নামল এয়ারটেল৷ এই সংস্থার তরফে বিশেষ ফোন কল পরিষেবা চালু করা হল৷ জলবন্দি এলাকায় আটকে পড়া জনগণের জন্য জরুরি ভিত্তিতে বিনামূল্যে ফোন করার সুবিধা দিচ্ছে টেলিকম সংস্থাটি (এয়ারটেল)৷ যেখানে কেরালাবাসীরা পাবেন এক জিবি ডেটা, টক-টাইম ক্রেডিট সহ অন্যান্য সুবিধা৷

তবে, সুবিধাটি পাবেন শুধুমাত্র প্রিপেড গ্রাহকরা৷ এছাড়াও, এয়ারটেল তৈরি করেছে VSAT (ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল)৷ বন্যা প্লাবিত এলাকাগুলির মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ ত্রাণকেন্দ্রে বিমামূল্যে ওয়াই-ফাই ও কলিংদের সুযোগ দেবে এই VSAT৷

ভারতীয় এয়ারটেল স্বয়ংক্রিয়ভাবে প্রিপেড গ্রাহকদের ফোনে ৩০ টাকার টক-টাইম ক্রেডিট করবে৷ এছাড়া, সমস্ত কেরালাবাসীদের বিনামূল্যে ফোনকলের পরিষেবাটির সঙ্গে এক জিবি ডেটার পরিষেবা দেবার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ পরিষেবাটি বৈধ থাকছে ৭ দিনের জন্য৷ এছাড়াও, টেলিকম সংস্থাটি দিচ্ছে আরও একটি সুযোগ৷ যেখানে ব্রডব্যান্ড ও পোস্টপেড কাস্টমারদের বিল পেমেন্টের তারিখের সময় বাড়ানো হয়েছে৷

ইতিমধ্যেই বেশীরভাগ এলাকা বৈদ্যুতিন পরিষেবার বাইরে চলে গিয়েছে৷ দেখা গিয়েছে, জ্বালানি অভাবও৷ কিন্তু, এসব সত্বেও পরিষেবা দেবে ভারতীয় এলারটেল৷ এখনও পর্যন্ত কেরালা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৷ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে লাল সর্তকতা৷ বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে৷ কেরালার বন্যা পরিস্থিতির কারণেই দক্ষিণ রেলওয়ে এবং কোচি মেট্রোর কাজ বন্ধ করা হয়েছে সাময়িকভাবে৷ টানা বৃষ্টির জেরে বেড়ে চলেছে রাজ্যের একাধিক নদীর জলের স্বাভাবিক স্তর৷