বিবিকে নিয়ে ঠাট্টা, বন্ধুকে ছুরি মারল যুবক


আহত দিলীপ আলির বক্তব্য
     
মালদা : ঠাট্টা-ইয়ার্কি থেকে বচসা। আর তা থেকে বন্ধুর হাতে ছুরিকাহত হল এক যুবক। ঘটনাটি মালদার চাঁচল থানার রানিকামাত এলাকার জয়বাংলা পাড়ার। আহত যুবককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। অভিযুক্ত মজনু আলি পলাতক।

রানিকামাতের জয়বাংলা পাড়ার বছর চব্বিশের দিলীপ আলি পেশায় টোটোচালক। একই পাড়ার বাসিন্দা মজনু আলির সঙ্গে তাঁর খুব ভালো বন্ধুত্ব। গতরাতে টোটো চালিয়ে বাড়ি ফেরেন দিলীপ। এরপর বাড়ির পাশের একটি মাঠে আড্ডা দিতে যান ওই দুই যুবক। আড্ডা চলাকালীন নিজেদের বিবিদের নিয়ে শুরু হয় ইয়ার্কি-ঠাট্টা। আচমকাই মেজাজ হারায় মজনু। অভিযোগ, পকেট থেকে ছুরি বের করে কোপাতে থাকে দিলীপকে। তার চিৎকারে বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা ছুটে এলে মজনু সেখান থেকে পালিয়ে যায়। 

দিলীপের দাদা আইনুল হক বলেন, "বিবিকে নিয়ে দুই বন্ধুর ঠাট্টা-ইয়ার্কির জেরেই এই ঘটনা ঘটেছে। তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দিলীপকে। সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেওয়া হয়। থানায় অভিযোগ জানানো হয়েছে।" পলাতক মজনুর সন্ধানে নেমেছে পুলিশ।