শিক্ষাব্যবস্থার বেহাল দশা প্রেসিডেন্সিতে, মিলল না বরাদ্দ টাকাও


রাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ই ধুঁকছে শিক্ষকের অভাবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ৫৫ শতাংশ পদে কোনও শিক্ষক নেই। শিক্ষক সংকটে কেন্দ্রের বরাদ্দ টাকা হাতে পাচ্ছে না শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রুশার বরাদ্দ ২০ কোটি টাকা হাতে পায়নি তারা। তার কারণ এই টাকা পেতে গেলে নূন্যতম ৬৭ শতাংশ শিক্ষক থাকতেই হবে বিশ্ববিদ্যালয়ে। এখন ৬৭ শতাংশ তো দূরের কথা, প্রেসিডেন্সিতে এই মুহুর্তে ৫৫ শতাংশ শিক্ষকও নেই।

প্রেসিডেন্সির মোট অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা ৩১৩। বর্তমানে রয়েছেন মাত্র ১৭০ জন শিক্ষক।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সংরক্ষণের জন্যেই এই ৫৫ শতাংশ আসনের একটিতেও শিক্ষক পাওয়া যাচ্ছে না।