রাকেশ আস্থানাকেও সিবিআই থেকে ছেঁটে ফেলল কেন্দ্র


বিতর্কিত সিবিআই অফিসার তথা একসময়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকেও সিবিআই থেকে ছেঁটে ফেলল কেন্দ্র সরকার। ঘুষ সহ একাধিক দুর্নীতির অভিয়োগ ওঠায় তদন্তের স্বার্থে তাঁকে সিবিআই এর স্পেশাল ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিন সিবিআই জানিয়েছে, রাকেশ বর্মার কর্মজীবনের মেয়াদ কমিয়ে এনে তাঁকে ছেঁটে ফেলা হল। এর আগে তাঁকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা।

এদিন শুধু আস্থানাই নন, আরও তিনজন অফিসারকে ছেঁটে ফেলা হয়েছে। এঁরা হলেন - জয়েন্ট ডিরেক্টর অরুণ কুমার শর্মা, ডেপুটি ইনস্পেক্টর জেনারেল মনীশ কুমার সিনহা ও সুপারিনটেনড্যান্ট অব পুলিশ জয়ন্ত জে নায়েকনাভরে।

এর আগে অবোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে দেওয়া হয় দমকল, সিভিল ডিফেন্স ও হোম গার্ডের ডিজি পদ। সেই পদ গ্রহণ না করে সরে দাঁড়ান তিনি।