সপ্তাহ শেষে বিরল দৃশ্য দেখা যাবে কলকাতায়


কলকাতা: বছরের সেরা উল্কাপাতের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। এই সপ্তাহের শেষেই দেখা যাবে সেই দৃশ্য। সেই উল্কাপাতের নাম Orionids (ওরিয়নিডস)। রাতের আকাশে দেখা যাবে সেই দৃশ্য।

হ্যালির ধূমকেতু থেকেই হবে সেই উল্কাপাত। Space.com নামের একটি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ ও ২২ অক্টোবর রাতে কলকাতার আকাশে হবে সেই উল্কাপাত। প্রত্যেক বছরে দু'বার পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে যায় এই ধূমকেতু।

সেই ধূমকেতু থেকে যখন কনা বেরিয়ে আসে, তখন সেটাই আগুনের ফুলকির রূপ নেয় ও উজ্জ্বল হয়ে ওঠে। রবিবার রাত ১২টা থেকে সবথেকে বেশিমাত্রায় উল্কাপাত দেখা যাবে। সোমবার রাতেও দেখা যাবে এই দৃশ্য। ঘণ্টায় ১৫টি উল্কাপাত দেখা যাবে বলে জানা গিয়েছে।