মহরমে শিশুদের হাতে অস্ত্র না দেওয়ার আর্জি জানালেন ইমামরা

ইমামদের আবেদনপত্র

কলকাতা: মহরমের মিছিলে অস্ত্র নিয়ে খেলা বা শিশুদের হাতে অস্ত্র তুলে না দেওয়ার জন্য আবেদন জানাল ইমামদের সংগঠন বেঙ্গল ইমাম'স অ্যাসোসিয়েশন৷ একটি বিবৃতিতে ইমামদের পক্ষ জানানো হয়েছে, অস্ত্রসহ কোনও মিছিল একেবারেই কাম্য নয়৷ শিশুদের হাতে অস্ত্রসহ মিছিল ও অস্ত্রখেলা শরিয়ত আইন ও ভারতীয় আইনের বিরুদ্ধে৷
 
আবেদনপত্রে ইমামদের বক্তব্য, শিশুদের হাতে অস্ত্র তুলে দেবেন না৷ মহরমের দিন শোকপালনের সবচেয়ে ভালো উপায় হল, উপবাস করা ও নিজের প্রবৃত্তিকে বশ করা ও আল্লাহর কাছে পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করা৷
একইসঙ্গে ওই দিন কোনও বেআইনি কাজ না-করারও আবেদন জানিয়েছেন ইমামরা৷