সিল করে দেওয়া হল বাগরি মার্কেট


কলকাতা: আপাতত বাগরির মার্কেটের আগুন নিয়ন্ত্রণে৷ তবে এখন সমস্যা অন্য৷ ইতিমধ্যেই বাগরি মার্কেটের গেটগুলো সিল করে দিয়েছে পুলিশ৷ এবার সিসিটিভি মারফত চলবে নজরদারির কাজ৷ কারণ যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে মার্কেটটি৷ তাই কোনও অবস্থাতেই ঝুঁকি নিতে চাইছে না উদ্ধারকারী দল৷

বুধবার বিপর্যয় মোকাবিলা দল ও কমব্যাট ফোর্স বাগরি মার্কেটের ভিতরে ঢোকে৷ সেখানে বন্ধ থাকা প্রতিটি দোকানের শাটার কাটা হয়৷ ভাল করে দেখে নেওয়া হচ্ছে কোথাও এখনও ছাইচাপা আগুন রয়েছে কিনা৷ তবে নিশ্চিত হওয়ার পরও বৃহস্পতিবার দমকল বাহিনীকে দেখা গেল বাগরি মার্কেট চত্বরে৷ আর কোনও ঝুঁকি নিতে চাইছে না দমকল বাহিনী থেকে পুলিশ কেউই৷ যাতে কোনও ভাবে বিপদ ছুঁতে না পারে সেই জন্যই সিল করে দেওয়া হয় বাগরি মার্কেটের প্রতিটি গেট৷

প্রায় সাড়ে তিন দিন কেটে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে৷ এক নিমেষে চোখের সামনে সব পুড়ে ছাই৷ বীভৎস সেই স্মৃতি৷ এক ধাক্কায় সর্বশান্ত হয়ে গিয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী৷ পুজোর আগে এই ধাক্কা নিতে না পারারই মতো৷ ছাই চাপা আগুন ঘিরে দানা বেঁধেছিল আতঙ্ক৷ তবে সেই আতঙ্ক এখন কমেছে৷ কিন্তু চোখের সামনে এখনও জ্বলজ্বল করছে সেই ভয়ানক দৃশ্য৷

চোখ বুজলেই লেলিহান শিখার ঝাপটা যেন মুখের সামনে দিয়ে চলে যাচ্ছে ব্যবসায়ীদের৷ বাগরি যেন দগদগে ঘা হয়ে রইল বেশ কিছু ব্যবসায়ীদের কাছে৷ তবু পুজোর আগে এই সাড়ে তিন দিনের ক্ষতিকে মেনে নিয়েই দোকানিরা আবার ঝাঁপ খুলছেন৷ মেনে নিচ্ছে একটা বড় দুঃস্বপ্ন ছিল এই কয়েকটা ঘন্টা৷ ক্যানিং স্ট্রিটে ফের আওয়াজ আসছে হকারদের৷ তবে সেই আওয়াজ যেন অনেকটাই ক্ষীণ, অনেকটাই চাপা৷