‘পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি, তাই সুযোগ-সুবিধা দেওয়াও বন্ধ’


ওয়াশিংটন: পের একবার পাকিস্তানকে কড়া কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তান কোটি কোটি টাকার সামরিক সহায়তা প্রদান বন্ধের সিদ্ধান্ত নিয়ে রবিবার তিনি জানান, পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি৷ উপরন্তু ওসামা বিন লাদেনকে গা ঢাকা দিতে সাহায্য করেছিল৷

এক সংবাদ মাধ্যে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, একটু ভাবুন, পাকিস্তানে সবাই জানত লাদেন কোথায় রয়েছে৷ পাকিস্তানকে বছরে ১.৩ কোটি ডলার দিচ্ছিলাম৷ অন্যদিকে লাদেনকে পাকিস্তান আশ্রয় দিয়েছিল৷ কিন্তু আর তাদের সেই সুবিধা দেওয়া হচ্ছে না৷

প্রসঙ্গত, সন্ত্রাসবাদ নিয়ে বারবার পাকিস্তান হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ তারপরেও লাগাতার সন্ত্রাসবাদ ইস্যুতে জেরবার রাষ্ট্র৷ আর তাই তাকে সামরিক সাহায্য প্রদান থেকে সরে আমেরিকা৷

প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে ট্রাম্প পাকিস্তানকে ৩০ কোটি ডলার সামরিক সহায়তাতে কোপ বসান৷ জঙ্গি আশ্রয় নিয়ে পাকিস্তানের কড়া সমালোচনা করে পাকিস্তানকে সাহায্য প্রদান বন্ধ করছেন বলে ঘোষণা করেছিলেন তিনি৷