এবার রাজ্যে আইটি, ইডি-র ডানা ছাঁটতে পারেন মুখ্যমন্ত্রী


হায়দরাবাদ: সিবিআই-এর পর এবার আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের ওপর কোপ পড়তে পারে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর৷ জানা গিয়েছে, এবার এই দুই কেন্দ্রীয় সংস্থার রাজ্যে প্রবেশে বাধা হয়ে দাঁড়াতে চলেছেন তিনি৷ এদের শক্তি কমাতে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা তিনি করেছেন বলে সূত্রের খবর৷

সূত্র থেকে আরও জানা যায়, টিডিপি-র এক সাংসদ জানিয়েছেন, বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে এই নিয়ে দিল্লিতে একটি বৈঠক ডাকা হবে৷ সবার সম্মতি পেলে সুপ্রিম কোর্টে এই বিষয়টি তুলে ধরা হবে৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই, 'তোতাপাখি'র ডানা ছাঁটেন চন্দ্রবাবু নাইডু৷ তিনি জানান, তদন্তের স্বার্থে যখন তখন রাজ্যে প্রবেশ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তার জন্য আগে থেকে রাজ্য সরকারের অনুমিত নিতে হবে তদন্তকারী দলকে৷ অনুমতি মিললে তবেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই৷ চন্দ্রবাবু অতীতে বহুবার অভিযোগ তুলেছেন সিবিআই ও ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে বিজেপি সরকার রাজ্যে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চাইছে৷

অন্যদিকে সিবিআই সূত্রে খবর, এখনও অবধি তাদের কাছে রাজ্য সরকারের নির্দেশিকা এসে পৌঁছয়নি৷ তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আইনি পথে যাওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সূত্রের খবর, নোটিশ হাতে পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে৷ চন্দ্রবাবু সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, চন্দ্রবাবু উচিত কাজ করেছেন৷ সিবিআই বিজেপির নির্দেশে ওঠাবসা করে৷

এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পথেই হাঁটেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তদন্তের স্বার্থে যখন তখন রাজ্যে প্রবেশ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তার জন্য আগে থেকে রাজ্য সরকারের অনুমিত নিতে হবে তদন্তকারী দলকে৷ নবান্নে সূত্রে খবর, সিবিআইকে রাজ্যে তদন্তের অনুমতি দেবে না পশ্চিমবঙ্গ সরকার৷ এই বিষয়ে ১৯৮৯ সালের একটি নিয়মকে বাতিল করল রাজ্য সরকার৷ কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যে তদন্ত করতে চাইলে তা এবার থেকে রাজ্য সরকারের অনুমতিক্রমেই করতে হবে৷

উল্লেখ্য, দিল্লির বৈঠক এখনও নিশ্চিত না হলেও তবে আজ সোমবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রবাবু নায়ডুর বৈঠকের কর্মসূচি নিশ্চিত। আজ বিকেল সাড়ে পাঁচটায় নবান্নে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে৷