ভোডাফোন গ্রাহক? পেতে পারেন ১০০ শতাংশের ক্যাশব্যাক


নয়াদিল্লি: প্রিপেড রিচার্জের উপর ১০০ শতাংশের ক্যাশব্যাক দেবে ভোডাফোন৷ ভাউচারের (৫০ টাকার) মাধ্যমে ক্যাশব্যাকটি পাবেন ইউাজররা৷ ৩৯৯, ৪৫৮, ৫০৯ টাকার রিচার্জের উপর গ্রাহক পাবেন অফারটি৷

মাইভোডাফোন অ্যাপের মাধ্যমে অফারটি পাবেন ব্যবহারকারী৷ সংবাদ মাধ্যমের তথ্য জানাচ্ছে, কিছু জায়গার বাসিন্দারা অফারটি পাবেন না৷ ৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে ইউজার মোট ৮ টি ৫০ টাকার ভাউচার মাইভোডাফোন অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন৷

৪৫৮ এবং ৫০৯ টাকার রিচার্জের উপর গ্রাহক ৯ এবং ১০ টি ৫০ টাকার ভাউটার পাবেন৷ চেন্নাইতে ৫০৯ টাকার প্রিপেড রিচার্জের উপর থাকছে না কোন ১০০ শতাংশের ক্যাশব্যাক অফার৷ এছাড়া, বিহার, ঝাড়খন্ডতে ৪০৯ টাকার এবং হিমাচলপ্রদেশে ৩৯৯ এবং ৫০৯ টাকার প্ল্যানগুলি থাকছে না ক্যাশব্যাকটি৷ অন্যদিকে, দিল্লি এনসিআর এলাকার বাসিন্দারা ৩৯৯, ৪৫৮ এবং ৫০৯ টাকার প্ল্যানগুলির উপর অফারটি পাবেন৷

ফোন থেকে মাইভোডাফোন অ্যাপের মাধ্যমে ক্যাশব্যাকের অফারটির সম্পর্কে জানতে পারবেন ইউজাররা৷ ভোডাফোনের ৩৯৯, ৪৫৮ এবং ৫০৯ টাকার প্ল্যানগুলিতে প্রতিদিন ১.৪ জিবি হাইস্পিডের ডেটা পাবেন ইউজাররা৷ শুধু তাই নয়, আনলিমিটেড লোকাল, এসটিডি কলের সুবিধা পাবেন ইউজাররা৷ এছাড়া, প্রতিদিন ১০০ টি করে এসএমএসও থাকছে৷ অন্যদিকে, মাইভোডাফোন অ্যাপ থেকে লাইভটিভি এবং মুভি দেখার সুযোগও পাবেন ব্যবহারকারী৷

ডেটা এবং কলিংয়ের সুবিধা প্ল্যানগুলিতে একই রকম হলেও বৈধতার দিক থেকে থাকছে তারতম্য৷ ৩৯৯ টাকার প্ল্যানটি বৈধতা থাকছে ৭০ দিন৷ অন্যদিকে, ৪৫৮ এবং ৫০৯ টাকার প্ল্যানটি ৮৪ এবং ৯০ দিনের জন্য বৈধ থাকছে৷ ক্যাশব্যাক ছাড়াও অন্যান্য প্ল্যানগুলিতে সময়ের সঙ্গে পরিবর্তন এনেছে ভোডাফোন৷ তবে, সবটাই অবশ্য লভ্যাংশের জন্য৷ রিলায়েন্স জিও আসার পর সম্পূর্ণভাবে বদলেছে টেলিকম মার্কেটের ছবি৷ সেখান থেকেই নিজের অস্তিত্ব বজায় রাখতে কম বেশি সব সংস্থাই বদলে ফেলেছে পুরনো প্ল্যানগুলিকে৷