সোমবার থেকে মেট্রো রেলের সংখ্যা কমছে, দুশ্চিন্তায় যাত্রীরা


‌মেট্রো রেলের সংখ্যা কমে যাচ্ছে?‌ তাহলে বিপুল মেট্রো রেলের যাত্রীরা ভোগান্তির শিকার হবেন? এই দুই প্রশ্নই এখন মাথাব্যথ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ টালিগঞ্জ ইয়ার্ডে পুনর্গঠনে মাসখানেকের জন্য ট্রেন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯ নভেম্বর থেকে এই কাজ শুরু হয়েছে। যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। সকাল বা সন্ধ্যের ব্যস্ত সময়ে মেট্রোর সংখ্যার কোনও পরিবর্তন হচ্ছে না বলেই খবর। অন্যদিকে শেষ ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হচ্ছে।

মেট্রো রেল দপ্তর সূত্রে খবর, কবি সুভাষ থেকে নোয়াপাড়ার মধ্যে মেট্রো চলে ৩০০টি। যা কমিয়ে সেই সংখ্যা করা হচ্ছে ২৮৪। আবার দুপুরের দিকে ট্রেনের ব্যবধান সামান্য বাড়ানো হবে। টালিগঞ্জ ইয়ার্ডের পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সেই কাজ শেষ হলে দমদম আরও কম সময়ে পৌঁছনো যাবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি। তবে ২১ ডিসেম্বর সময়ের মধ্যে লাইন মেরামতের কাজের জন্য ট্রেনের গতি কিছুটা কমবে। দমদম থেকে কবি সুভাষের মধ্যে শেষ ট্রেন রাত ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ৯টা ৫৪ মিনিটে। আবার কবি সুভাষ থেকে নোয়াপাড়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে।