এসআই খুনে বেকসুর খালাস ১৮ অভিযুক্ত! মমতার পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিচারক


দুবরাজপুরে এসআই অমিত চক্রবর্তী খুনে বেকসুর খালাস ১৮ অভিযুক্ত। সিউড়ি আদালতের বিচারক সোমবার এই নির্দেশ দিয়েছেন। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবেই এই সিদ্ধান্ত। বিচারকের মতে, তদন্ত হয়েছে দায়সারা। অভিযুক্তদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্তই হয়নি বলেও মন্তব্য করেছেন বলে সূত্রের খবর।


২০১৪-তে খুন এসআই অমিত চক্রবর্তী
২০১৪ সালে দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় গুরুতর আহত হয়েছিল এসআই অমিত চক্রবর্তী। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সিউড়ি আদালতে মামলা করেছিল নিহত এসআই-এর পরিবার। এই মামলায় একাধিক তৃণমূল নেতাসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছিল।
   

২৯ জন এখনও পলাতক
এসআই খুনের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। যার মধ্যে ২৯ জন এখনও পলাতক বলেই সূত্রের খবর। এছাড়া তদন্ত তলাকালীন একজনের মৃত্যু হয়েছিল। একজন ছিল নাবালক। সব মিলিয়ে ৪৮ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল পুলিশ।


একাধিক অভিযুক্ত ছিলেন তৃণমূলের
এই মামলায় তৎকালীন পূর্ত কর্মাধ্যক্ষ-সহ একাধিক অভিযুক্ত ছিলেন তৃণমূলের।
   

চার্জশিট থেকে অভিযুক্ত ৩৬ জনের নাম বাদের আর্জি
২০১৬-র শুরুতেই দুবরাজপুর এসআই খুনের মামলা চাঞ্চল্যকর মোড নেয়। সেই সময় চার্জশিট থেকে ৩৬ জনের নাম বাদের আর্জি জানিয়েছিলেন সরকারি আইনজীবী। বিরোধী সিপিএম-এর অভিযোগ ছিল, শাসকদলের নেতা-কর্মীদের ছাড় দিতেই এই পদক্ষেপ।
চিকিৎসকরাও অবাক! এই জিনিসটিতে ৪ সপ্তাহে ঝরল ২৩ কিলো ওজন!
চিকিৎসকরাও অবাক! এই জিনিসটিতে ৪ সপ্তাহে ঝরল ২৩ কিলো ওজন!
চিকিৎসকরাও অবাক! এই জিনিসটিতে ৪ সপ্তাহে ঝরল ২৩ কিলো ওজন!
   

স্ত্রীর অভিযোগ পুলিশের দিকে
নিজের কাজ করতে গিয়ে বোমার ঘায়ে নিহত এসআই অমিত চক্রবর্তীর স্ত্রী পুতুল চক্রবর্তীর অভিযোগ পুলিশের দিকে। দায়সারা তদন্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
   

অনুব্রত-র মন্তব্য
আইন আইনের পথেই চলবে বলে মন্তব্য করেছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা রয়েছে পুলিশের উচ্চ মহলের।