সুখবর! সরকারি কর্মীদের নুন্যতম বেতন ২১ হাজার করবে মোদী সরকার


নয়াদিল্লি; সপ্তম বেতন কমিশনের সুপারিশের চেয়েও বেশি বেতন দিতে চলেছে কেন্দ্র। ২০১৯ সালের ভোটের কথা ভেবেই এই পথে এগোতে চাইছে মোদী সরকার। এমনটাই ইঙ্গিত দিয়েছে সেন টাইমস। সরকারি কর্মীদের বার্ষিক বেতন এবং ভাতা পর্যালোচনা করছে কেন্দ্র। ফলে আশা করা হচ্ছে আগামী লোকসভা ভোটের আগেই সরকারি কর্মীদের জন্যে সুখবরটি আসছে।

২০১৬ সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা করা হয়। কিন্তু তাতে কর্মীদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। তাদের দাবি ছিল ন্যূনতম বেতন করা হোক ২৬ হাজার টাকা।

কিন্তু এবার সরকার চাইছে ন্যূনতম বেতন ২১ হাজার করার কথা। যা সপ্তম বেতন কমিশনের সুপারিশের চেয়েও বেশি। মনে করা হচ্ছে আগামী লোকসভা ভোটের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করতে পারে মোদী সরকার। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার?