সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সন্দেহভাজন জঙ্গিদের ছবি


অমৃতসর: অমৃতসরের আদলিওয়ালে ধর্মীয় অনুষ্ঠানে গুলি ও গ্রেনেড হামলায় দুই অজ্ঞাত পরিচয়ের বাইক আরোহীর ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়৷ সিসিটিভি-তে দেখা যাচ্ছে, ওই বাইকটিতে কোনও নম্বর প্লেট নেই৷ কালো কাপড়ে মুখও ঢাকা আরোহীদের৷ কালো রঙের পালসার৷

রবিবারের হামলাকে পঞ্জাব পুলিশ প্রাথমিক ভাবে জঙ্গি হামলাই বলছে৷ এ দিন সকালে ঘটনাস্থলে যান NIA অফিসাররা৷ তাঁরা স্বতঃপ্রণোদিত ভাবেই তদন্ত শুরু করেছেন৷ বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয় ও ২০ জন গুরুতর জখম৷ আদলিওয়াল গ্রামে তখন প্রার্থনা চলছিল৷ প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন৷
 এখানেই হয়েছে বিস্ফোরণ -- নিজস্ব চিত্র
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বাইকে চড়া দুই ব্যক্তির মধ্যে একজন গ্রেনেড ছুড়েছ৷ আরেকজনের হাতে বন্দুক৷ এলোপাথাড়ি গুলি চালাচ্ছে৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এই হামলাকে ISI-বেসড খালিস্তানি জঙ্গি বা কাশ্মীরের জঙ্গিদের কীর্তিকেও সন্দেহ করছেন৷

গোটা পঞ্জাবজুড়েই হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ হামলার সময় ওই প্রার্থনাসভায় প্রায় ২০০ জন ভক্ত ছিলেন৷ গত শুক্রবারই গুরুদাসপুরে জাকির মুসার পোস্টার উদ্ধার করেছে পুলিশ৷ জাকির মুসা হল কাশ্মীরের জঙ্গি গোষ্ঠী আনসার গজওয়াত-উল-হিন্দের প্রধান৷ এরা মূলত জইশ-ইমহম্মদ জঙ্গিগোষ্ঠীরই একটি অংশ৷ পঞ্জাবে সন্ত্রাসবাদী হামলা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন সেনা প্রধান বিপীন রাওয়াত৷