প্রায় ৫০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করবে যোগী সরকার


এলাহাবাদ: প্রতিযোগিতার বাজারে চাকরি পাওয়া সত্যিই কঠিন কাজ৷ তাও আবার সরকারি চাকরি৷ বহু সম্ভবনাই প্রতিযোগিতা চাপে হারিয়ে গিয়েছে, এখনও যাচ্ছে৷

অনেকে আবার সরকারি চাকরির আশা ছেড়ে বেসরকারি সংস্থাতে যোগ দিয়েছে৷ এককথায়, সরকারি চাকরির উপর অনেকেই ভরসা হারাচ্ছেন৷ কারণ মূলত প্রতিযোগিতা৷ তবে, সব কিছুর মাঝেই রয়েছে সুযোগ৷ রইল সেইরকম সুযোগেরই খোঁজ৷

উত্তর প্রদেশ বোর্ড অফ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড (ইউপিপিআরপিবি) জারি করল বিজ্ঞপ্তি৷ পদের নাম কনস্টেবল৷ শূন্যপদের সংখ্যা থাকছে ৪৯,৫৬৮ টি৷

১৯ নভেম্বর, ২০১৮ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে (uppbpb.gov.in) আবেদন জানাতে পারবেন প্রার্থীরা৷ আবেদনের শেষ তারিখ থাকছে ৮ ডিসেম্বর, ২০১৮৷ স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে৷

পদটির জন্য আবেদনের বয়সসীমা থাকছে ১৮-২২ বছর৷ এছাড়া, অভিজ্ঞ প্রার্থীদেরকে গুরুত্ব দেওয়া হবে৷ পদটির জন্য আবেদন ফি থাকছে ৪০০ টাকা৷ অনলাইন ফি জমা দেওয়ার শেষ দিন থাকছে ৮ ডিসেম্বর, ২০১৮৷

যারা চালানের মাধ্যমে ফি জমা দেবেন তাদের জন্য চালান জমা দেওয়ার শেষ দিন থাকছে ১০ ডিসেম্বর, ২০১৮৷ বিশদ জানতে চোখ রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে৷