শিরয়ে নির্বাচন: ভোপালে বড় ধাক্কা খেল অমিত শাহের রোড শো


ভোপাল: লোকসভা নির্বাচনে বেশি দেরি নেই৷ তার আগে বিধানসভা নির্বাচনেই প্রস্তুতিটা ঝালিয়ে নিচ্ছে শাসকদল থেকে বিরোধীপক্ষ সকলেই৷ তবে এই ব্যস্ততার মাজেই সোমবার ভোপালে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো বন্ধ করে দিতে হল৷ জানা গিয়েছে, নিরাপত্তার কথা মাতায় রেখেই রবিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

পুলিশ সূত্রে খবর, বোপালে কার্ফু জারি করা মাতা মন্দির ভবানী চৌক থেকে পুরনো শহরে রোড শো করার কথা ছিল অমিত শাহের৷ কিন্তু এই রোড সো-তে বড় ধরমের সমস্যা হতে পারে বল গোপন সূত্রে খবর পাওয়া পরই রাতারাতি সেই শো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়৷

এর আগে অমিত শাহ, রবিবার বিন্ধ্যের চার শহর, সতনা, রিওয়া, সিধি এবং উমরিয়াতে রোড শো করেছিলেন৷ সেখানে বিরোধী দল কংগ্রেসের প্রতি একের পর এক তোপ দাগেন তিনি৷ কংগ্রেসকে মিথ্যে কথার এটিএম মেশিন যেমন বললেন তিনি, তেমনই বিজেপিকে উন্নয়ন-প্রগতির এটিএম বলেন অমিত শাহ৷

জনসত্তায় প্রকাশিত খবর থেকে জানা যায়, শুধু এখানেই শেষ নয়, পরিবারতন্ত্র নিয়েও বিরোধী পক্ষকে হামলা করে তিনি বলেন, ১৯৯৮ সালে সোনিয়া গান্ধী কংগ্রেস অধ্যক্ষ হন, তারপরে যে রাহুল গান্ধী সেই আসনে বসবেন তা সকলেই জানত, কিন্তু বিজেপিতে এরকম হয় না৷

একই সঙ্গে তিনি প্রশ্নও ছুঁড়ে দিয়ে বলেন, তিনি বিজেপিতে না থাকলে দেল সেই স্থানে কে আসবেন? এটা কি কেউ জানে? জানে না৷ কিন্তু সোনিয়ার গান্ধীর পরে কে তার স্থানে আসবে তা আগে থেকেই স্থির ছিল৷