মোবাইল-বাইক কিনে না-দেওয়ায় কেরোসিন ঢেলে মাকে জ্বালাল মাধ্যমিক পরীক্ষার্থী


নতুন ও মোবাইল কিনে দেননি মা। তারই জেরে মায়ের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করল ছেলে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা থাকলেও, আপাতত পুলিশের হেফাজতে ওই কিশোর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার মা।

নিউটাউনে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ছেলে বিক্রমকে নিয়ে একাই থাকতেন মা সুরভি মান্না। জগত্‍‌পুরে একটি শাড়ির দোকান রয়েছে তাঁর। আগে তিনি ছেলেকে একটি বাইক কিনেও দিয়েছিলেন। কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগে নতুন বাইক ও মোবাইল কিনে দেওয়ার জন্য মাকে চাপ দিতে থাকে বিক্রম। কিন্তু মা তা কিনে না-দেওয়ায়, সোমবার মায়ের গায়ে কেরোসিন তেল ঢেলে ঘরে আটকে দেয় ছেলে।

প্রতিবেশীরা দেখতে পেয়ে ঘরের দরজা খুলে সুরভিকে উদ্ধার করে। আরজি কর হাসপাতালে ভর্তি করা হলেও, তাঁর অবস্থা সংকটজনক। বিক্রম বন্ধুর বাড়িতে পালিয়ে গেলেও, পরে পুলিশ তাকে আটক করেছে। মঙ্গলবার থেকে মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল বিক্রমের।