খাদ্যমন্ত্রীর গাড়িতে অটোর ধাক্কা, অল্পের জন্য রক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের


কলকাতা: সল্টলেকে অটো দৌরাত্ম্য কোনও নতুন ঘটনা নয়৷ এবার সেই অটো দৌরাত্ম্যের কবলে পড়ল খোদ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে সল্টলেকের পিএনবি মোড়ে৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ৷ তবে অতিরিক্ত যাত্রী তোলার জন্যই এই ঘটনা বলে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের মধ্যে ঢুকে পড়ে একটি অটো৷ অটোটিতে তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ছিলেন৷ ঘটনায় জখম হয়েছেন ওই তিন মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবকরা৷ অল্পের জন্য রক্ষা পায় ওই তিন পরীক্ষর্থী৷ তাদের কোনওরকম ক্ষতি হয়নি৷ দুর্ঘটনার পর মন্ত্রীর তৎপরতায় সটিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয় পরীক্ষার্থীরা৷ অভিভাবকদের চিকিৎসার ব্যবস্থাও করেন বিধাননগর হাসপাতালে৷
 
এদিন সকালে ব্যক্তিগত কাজেই বেরিয়েছিলেন জ্যোতিপ্রিয়বাবু৷ সল্টলেকের পিএনবি মোড়ে তার কনভয়ের মধ্যে ঢুকে পড়ে, অটোটি সামনে থেকে এসে গাড়িতে সজোরে ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে৷ অটোক ধাক্কায় ভেঙে যায় গাড়ির একটি অংশ৷ সামান্য ক্ষতি হয় অটোটিরও৷ এরপরই নিজেই পরিস্থিতি সামলান খাদ্যমন্ত্রী৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি৷

খাদ্যমন্ত্রীর কথায়, ''চালকের অনভিজ্ঞতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে৷ যাত্রী সীমা বেঁধে দেওয়া সত্ত্বেও অটোয় অতিরিক্ত যাত্রী নিয়ে যেভাবে চালায় তাতে এ ধরণের ঘটনা খুব স্বাভাবিক৷'' তিনি চালকদের সচেতন থাকার পরামর্শও দিয়েছেন৷

একাধিক হুঁশিয়ারিতেও কাজ হয়নি৷ অব্যহত সল্টলেক অঞ্চলের অটো দৌরাত্ম্য৷ তবে এবার খাদ্যমন্ত্রীর গাড়িতে ধাক্কা৷ এরপরও কি টনক নড়বে না প্রশাসনের? দমানো যাবে না সল্টলেকের অটো চালকদের দাদাগিরি? তা সময়ই বলবে৷