লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী মোদীকে খুনের চক্রান্ত! এল হুমকি মেল, জারি উচ্চ সতর্কতা


২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের চক্রান্ত করা হয়েছে। এই সংক্রান্ত হুমকি মেল এল দিল্লি পুলিশের কাছে। মনে করা হচ্ছে, লোকসভা ভোটের আগেই খুনের চক্রান্ত করা হয়েছে। যা ফলে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এর আগেও বেশ কয়েকবার নানা গোষ্ঠী মোদীকে খুনের হুমকি দিয়েছে। সামনেই ভোট আসায় পুলিশ এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না।


ইমেল খোদ কমিশনারকে
জানা গিয়েছে, দিল্লি পুলিশের এক অফিসারের কাছে ই-মেল এসেছে। তাতে মোদীকে ২০১৯ সালেই খুনের চক্রান্ত ফাঁস হয়েছে। তিনি আর কেউ নন, দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। তাঁর অফিশিয়াল মেলেই এই হুমকি এসেছে।


নিরাপত্তা জোরদার
কমিশনার ইমেল দেখতে পেয়েই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। অন্যান্য সুরক্ষা দফতরকে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী এই মূহূর্তে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে প্রচার করছেন। ফলে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।


অসম থেকে ইমেল
প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে সার্ভার থেকে নরেন্দ্র মোদীর নামে হুমকি ভরা ইমেল এসেছে সেটি উত্তর-পূর্ব ভারতের। সম্ভবত অসম থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছে দিল্লি পুলিশ কমিশনারকে।