মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা শুভেন্দুর দেহরক্ষীর

শুভব্রত চক্রবর্তী।

নিজের সার্ভিস পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত দেহরক্ষী।

শনিবার সকালে ঘটনাটি ঘটে কাঁথির পুলিশ ব্যারাকে। গুরুতর আহত অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

বছর চল্লিশের শুভব্রত চক্রবর্তী রাজ্য বিশেষ সশস্ত্র বাহিনী (স্যাফ)-র কর্মী। দীর্ঘ দিন জঙ্গলমহলে কাজ করেছেন। প্রায় পাঁচ বছর ধরে তিনি শুভেন্দুর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের এক জন।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল আটটা নাগাদ হঠাৎই শুভব্রতর সহকর্মীরা গুলির আওয়াজ পান। তাঁরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আছেন শুভব্রত। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: টাউন হলে মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি নিয়ে তথ্য তলব করল সিবিআই
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিনই ডিউটি সেরে ছুটিতে মহিষাদলের সরবেড়িয়ার বাড়িতে তাঁর ফেরার কথা ছিল। শুক্রবার রাতেও স্ত্রীর সঙ্গে স্বাভাবিক ভাবে কথা বলেছেন। এমনকি, তাঁর ব্যবহারে কোনও অস্বাভাবিকত্ব দেখতে পাননি সহকর্মীরা। তাঁর স্ত্রী একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তাঁদের দুই মেয়ে। প্রাথমিক ভাবে পুলিশের দাবি, দীর্ঘ দিন ধরেই ব্যক্তিগত কারণে অবসাদে ভুগছিলেন শুভব্রত। কিন্তু, সেই অবসাদের কারণ নিয়ে তাঁর স্ত্রী-ও কিছু বলতে পারেননি।