‘‌‌বেটি বাঁচাও, বেটি পড়াও’‌ অনুষ্ঠান থেকে ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল নাবালিকা

কেন্দ্রের '‌বেটি বাঁচাও, বেটি পড়াও'‌ উদ্যোগ। সেই নিয়েই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তরপ্রদেশের হরদৌ জেলায়। কিন্তু সেই অনুষ্ঠান থেকে ফিরেই মারা গেল সুপ্রিয়া শর্মা নামে এক নবম শ্রেণির ছাত্রী। পরিবারের লোকদের অভিযোগ, অসুস্থ অবস্থায় কিছুটা জোর করেই অনুষ্ঠানে যোগ দিতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের মেয়েকে। অথচ সেখানে ন্যূনতম সুযোগ–সুবিধা ছিল না। এমনকি ছিল না খাওয়ার জন্য জলও। এদিকে, জ্বর নিয়ে ঠায় রোদে দাঁড়িয়ে ছিল মেয়েটি।‌ এতে সে আরও অসুস্থ হয়ে পড়ে। শেষে বাড়ি ফেরার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সুপ্রিয়ার। এদিকে, মেয়েটির পরিবারের লোকেদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন হরদৌয়ের প্রাথমিক শিক্ষা হেমন্ত রাও। জানিয়েছেন, '‌অনুষ্ঠানস্থলে সমস্ত ব্যবস্থাই ঠিকঠাক ছিল। এমনকি খাওয়ার জল না থাকার যে অভিযোগ করা হচ্ছে, সেটাও মিথ্যে। ঘটনাটির তদন্ত হচ্ছে। সত্যিটা খুব শিগগিরি সামনে আসবে।‌'‌ এদিকে, এই অনু্ষ্ঠানে প্রায় ১১ হাজার ছাত্রী '‌বেটি বাঁচাও, বেটি পড়াও' উদ্যোগের ব্যাপারে শপথ গ্রহণ করে বিশ্বরেকর্ড করেছে।‌