পাণ্ডুয়ায় বেসরকারী ব্যাঙ্কে ডাকাতি, লক্ষাধিক টাকা লুঠ করল দুষ্কৃতীরা


দিনেদুপুরে ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার কামারপাড়ার একটি বেসরকারি ব্যাঙ্কে। ব্যাঙ্ককর্মীদের মারধর এবং গ্রাহকদের একটি ঘরে আটকে রেখে টাকা লুঠ করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

শুক্রবার দুপুরে কামারপাড়ার ওই বেসরকারী ব্যাঙ্কে সাতজন হেলমেট ও চশমা পরা অবস্থায় ঢুকে পড়ে। প্রথমেই ক্যাশিয়ারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে। পুলিস সূত্রে খবর, প্রায় দু'‌লাখ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। লুঠ করে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালায় দুষ্কৃতীরা। ব্যাঙ্ককর্মীদের মোবাইলও নিয়ে যায়। জানা গেছে, দুষ্কৃতীদের মধ্যে চারজনের কাছে আগ্নেয়াস্ত্র ও বোমা ছিল। ব্যাঙ্ক থেকে বেরোনোর আগে গ্রাহকদের একটি ঘরে আটকে রাখে তারা।

এক ব্যাঙ্ককর্মী বলেছেন, '‌দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আমাদের মারধর করা হয়। প্রায় দু'‌লাখ টাকা লুঠ করেছে তারা। আমাদের সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেটের সার্ভার নষ্ট করে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।'‌