চিকিৎসক-খুনে জড়িত একাধিক দুষ্কৃতী, সন্দেহ


সাদার্ন অ্যাভিনিউয়ের বাসিন্দা, চিকিৎসক চান্দ্রেয়ী দাসচৌধুরীর খুনের তদন্তে এখনও নিশ্চিত সূত্র মেলেনি। তবে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

লালবাজার সূত্রের খবর, চান্দ্রেয়ীকে শ্বাসরোধ করে খুন করা হলেও তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না-তদন্তে হাতেও আঘাতের চিহ্ন মিলেছে। তা দেখে পুলিশের অনুমান, এই খুনে একাধিক দুষ্কৃতী জড়িত। আরও দাবি, খুনের আগে চান্দ্রেয়ীর হাত-পা চেপে ধরা হয়েছিল। তাঁর পরিচয়পত্র এবং ব্যবহৃত সামগ্রী দুষ্কৃতীরা সরিয়ে ফেলে বলেও জেনেছে পুলিশ। মঙ্গলবার চান্দ্রেয়ীর বাড়িতে ফের তল্লাশি চালান কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা। তাঁদের দাবি, জেরায় চান্দ্রেয়ীর ভাই জয়ের কথায় অসঙ্গতি মিলেছে। কেন চান্দ্রেয়ীর জিনিস সরানো হয়েছে, সে ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এক অফিসার জানান, পরিবারের পরিচিত কেউ খুনে জড়িত বলে সন্দেহ। তাই পরিচিতদের জেরা করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে পরিবারের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।