নুন্যতম ১৮ হাজার টাকা বেতন দিতেই হবে! বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের


তিরুবন্তপুরম: রাজ্যের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে নয়া নির্দেশিকা জারি করল কেরল সরকার৷ কর্মীদের অনুপ্রাণিত করতে শ্রমনীতিকে একেবারে নতুনভাবে সাজানো হচ্ছে৷ যেখানে কর্মীদের দৈনিক সর্বনিম্ন মজুরি ধার্য করা হয়েছে ৬০০ টাকা৷ সঙ্গে জানান হয় আকস্মিক বন্ধকে কোনভাবেই সমর্থন করা হবে না৷ কর্মস্থানকে মহিলাদের জন্য নিরাপদ এবং সুরক্ষিত বানানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়৷

মহিলা কর্মীদের জন্য রয়েছে একাধিক শ্রমআইন৷ সেগুলির সঠিক বাস্তবায়নকে সুনিশ্চিত করবে সরকার৷ কর্মরতা মহিলাদের সন্তান প্রতিপালনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে৷ শিশুশ্রমের সমাপ্তি ঘটনো নয়া নির্দেশিকাটির মূল উদ্দ্যেশ্য৷ বেশিরভাগ কাজের সেক্টরগুলিতে সর্বনিম্ন মজুরির তালিকা প্রকাশ করা হয়েছে৷ কেরলের শ্রমমন্ত্রী বলেন, সাধারণ কর্মীদের জন্য দৈনিক ৬০০ টাকা বরাদ্দ করেছে সরকার৷ অর্থাৎ মাসে ৬০০ x ৩০= ১৮ হাজার টাকা দিতেই হবে কোনও সংস্থাকে।

কর্মীদের সহায়তায় বেশ কিছু নতুন আইন এবং পুরনো আইন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বেসরকারি সেক্টরগুলিতে কর্মীদের সর্বনিম্ন মজুরি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ বিষয়টি নিয়ে শ্রম বিভাগ গবেষণায় উঠে এসেছে বেশ কিছু তথ্য৷ যা জানাবে রাজ্যের বেকারের সঠিক সংখ্যা৷ বেকার সংখ্যা কমাতে সরকার প্রতিটি জেলায় একটি করে 'নিয়োগকেন্দ্র'খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ ইতিমধ্যেই নতুন শ্রমনীতিতে সম্মতি জানিয়েছেন কেরল সরকার৷