ছেলের জন্য টাকা নিয়ে বাড়ি ফেরা হল না! মুর্শিদাবাদের পথে মৃত্যু প্রৌঢ়ের


বাড়ি ফেরা হল না মুর্শিদাবাদের বাসিন্দা তাসের সর্দারের। বছর ষাটের তাসের সর্দার ফিরছিলেন কেরল থেকে। একটি ট্রেন থেকে নেমেই তাড়াতাড়ি অন্য ট্রেন ধরতে ছুটছিলেন তিনি। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে, কোলাঘাটের বাসিন্দা কালাকান্ত সিং-এরও।

বিভিন্ন জেলা থেকে যেভাবে সবাই কাজের সন্ধানে দক্ষিণের রাজ্যে যান, ঠিক সেইভাবেই কাজের সন্ধানে কেরল গিয়েছিলেন মুর্শিদাবাদের নশীপুরের বাসিন্দা সামিরুল সর্দার। কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের নির্দেশে ফিরে আসতে বাধ্য হন। বাড়ির একমাত্র রোজগেরে বসে যাওয়ায় সংসারের হাল ধরতে নামেন বছর ষাটের তাসের সর্দার। মাস দুয়েক আগে তিনিই কাজের সন্ধানে কেরল গিয়েছিলেন।

মঙ্গলবার বিকেলে, কেরল থেকে আসা ট্রেন থেকে নামার পর তাড়া ছিল বাড়ি ফেরার। কেননা ট্রেন লেট করার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যেতে পারে, এই আশঙ্কা ছিল তাসের সর্দারের।

একইসঙ্গে কয়েকটি ট্রেনের যাত্রীরা থাকায় হুড়োহুড়ি পড়ে যায় ব্রিজে। সেখানেই পদপিষ্ট হন মুর্শিদাবাদের এই প্রৌঢ়।