‌শুধু জল পান করেই ওয়েট্রেসকে ১০০০০ মার্কিন ডলার টিপ


রেস্তোরাঁয় ঢুকে শুধু দুবার জল চেয়েছিলেন এক ব্যক্তি। চলে যাওয়ার সময় ছোট্ট চিরকুটে ওয়েট্রেসকে ধন্যবাদ জানিয়ে তাঁর জন্য টিপ হিসেবে রেখে গেলেন ১০০০০ মার্কিন ডলার। অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে গত শনিবার আমেরিকার উত্তর ক্যারোলাইনার গ্রিনভিলে শহরের সাপ ডগস্‌ রেস্তোরাঁয়। অ্যালাইনা কাস্টার নামে ওই তরুণী ওয়েট্রেস জানিয়েছেন, তিনি যখন জলের গ্লাস তুলতে যান যখন চিরকুটের সঙ্গে ১০০ মার্কিন ডলারের নোটের তাড়া দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়ে যান। বিশ্বাস করতে না পেরে এমনকি তিনি এপ্রশ্নও করেন, '‌এগুলি কি।'‌ অ্যালাইনা বললেন, তিনি ভেবেছিলেন তাঁর সঙ্গে কেউ মজা করছে। 
কিছুক্ষণ পরই পরিষ্কার হয় পুরো ঘটনা। শুধু জল পান করে ১০০০০ মার্কিন ডলার টিপ হিসেবে দেওয়া গ্রাহক কোনও সহৃদয় ব্যক্তি ছিলেন না। তিনি আসলে, বিশিষ্ট ইউটিউব ব্যক্তিত্ব মিস্টার বিস্ট। তিনি টেবিল থেকে উঠে যাওয়ার পর টিপ পেয়ে অ্যালাইনার সম্পূর্ণ প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করার জন্য রেস্তোরাঁয় দুজনকে নিয়োগও করেছিলেন বিস্ট। কিছুক্ষণ পরই রেস্তোরাঁয় ঢোকেন বিস্ট এবং তাঁর দুই সঙ্গী। তাঁদের মুখে ঘটনা জানতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত হয়ে ওঠেন অ্যালাইনা। তিনি বললেন, ছোট্ট ওই রেস্তোরাঁয় কর্মরত ওয়েটার, ওয়েট্রেসরা সবাই কলেজের ছাত্রছাত্রী। পড়াশোনার খরচ চালাতে পকেটমানি হিসেবে তাঁরা রেস্তোরাঁয় কাজ করেন। ১০০০০ ডলারের টিপ তাঁরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন যাতে সবার সুবিধা হয়।