আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাচ্ছেন নরেন্দ্র মোদি


নয়াদিল্লি: এবার শান্তি পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শান্তি বজায় রাখার জন্য তাঁর অনবদ্য অবদানের জন্য এবছরের শোল শান্তি পুরস্কার পেতে চলেছেন মোদি । এই পুরস্কারের ১৪তম প্রাপক হতে চলেছেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধি ও ভারতের নাগরিকদের সার্বিক বিকাশ ও ভারতীয় গণতন্ত্রের উন্নতি- প্রভৃতি অবদানের জন্য এই পুরস্কারের সম্মানিত হতে চলেছেন মোদি । এছাড়া, দুর্নীতি দমন ও সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডের জন্যেও এই পুরস্কারে ভূষিত হতে চলেছেন তিনি।

মোদির জমানায় ভারতের আর্থিক বিকাশকে 'মোদিনমিকস' অর্থাৎ মোদির অর্থনীতি আখ্যা দিয়েছে পুরস্কার কমিটি । কমিটির মতে ভারতে শ্রেণীগত বিভেদও অনেকাংশে দূর করেছেন মোদি । আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে শান্তি প্রচেষ্টাতেও মোদির অবদান অপরিসীম ও সেই কথা মাথায় রেখেই এবারের শোল শান্তি পুরস্কারের বিজয়ী হয়েছেন মোদি, জানানো হয়েছে বিদেশমন্ত্রকের একটি বিবৃতিতে ।

প্রসঙ্গত, রাজনৈতিক মহলের একাংশের মতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতেও এই পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।

১৯৯০ সাল থেকে চালু হয়েছে শোল  শান্তি পুরস্কার । এর আগে এই পুরস্কার পেয়েছেন রাষ্ট্রসংঘের প্রাক্তন সচিব কফি আন্নান, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।