একদিনের মধ্যেই জামিনে মুক্ত উইনস্টন


নিউইয়র্ক: গ্রেফতারি এড়াতে আত্মসমর্পন, আবার সেদিনই মিলল জামিন৷ হলিউড প্রযোজক হার্ভে উইনস্টন ১ মিলিয়ন ডলারের বিনিময়ে জামিনে মুক্ত৷

শুক্রবার নিউইয়র্ক পুলিশ স্টেশনে আত্মসর্পণ করেন উইনস্টন৷ তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ,যৌন হেনস্থার অভিযোগ রয়েছে৷ হেনস্থার অভিযোগ তুলেছিলেন অ্যাঞ্জোলিনা জলি থেকে বহু হলিউড তারকারা৷ উইনস্টনকে অস্কার কমিটি থেকেও বহিষ্কার করা হয়৷ পরিস্থিতি প্রতিকূল দেখেই আত্মসর্পণ করেছিলেন তিনি৷ অবশ্য, আত্মসর্পণের দিনই জামিনে মুক্ত হলেন৷

উইনস্টনের আইনজীবী বেনজামিন ব্রাফম্যান জানাচ্ছেন, উইনস্টনের বিরুদ্ধে করা মামলায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে৷ যে সমস্ত মহিলারা উইনস্টনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন, তাদের পরবর্তী বয়ান অসঙ্গতিপূর্ণ৷

২ বয়ানে কোনও মিল নেই বলে জানাচ্ছেন বেনজামিন৷ সংগৃহীত তথ্যও উইনস্টনকে দোষী প্রমাণ করে না৷ সমস্ত কিছু বিচার করে উইনস্টনকে জামিনের নির্দেশ দেয় আদালত৷ উইনস্টনের বিরুদ্ধে ধর্ষণ,যৌন হেনস্থা, অপরাধমূলক কাজের একাধিক মামলা রয়েছে৷ মামলার পরবর্তী শুনানি ৩০ জুলাই৷