প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল


নয়াদিল্লি: # এ রাজ্যে সম্ভাব্য প্রথম বিড়লা হাই স্কুলের দেবাংশ চন্দক। ৫০০-র মধ্যে ৪৯৫ পেয়েছে সে।

# তৃতীয়জনও ছাত্রী, রাজস্থানের চাহত বোধরাজ, পেয়েছে ৮৯৭।

# মেঘনা পড়ে নয়ডার সেক্টর ১৩২-র স্টেপ বাই স্টেপ স্কুলে। অনুষ্কা স্থানীয় বসুন্ধরা এলাকার এসএজে স্কুলের ছাত্রী।

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। দেশের মধ্যে প্রথম হয়েছে গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব। মেঘনা ৫০০-র মধ্যে পেয়েছে ৪৯৯। দ্বিতীয় গাজিয়াবাদেরই অনুষ্কা চন্দ্র। সে পেয়েছে ৪৯৮।

ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফল এবার ভাল হয়েছে। পাসের হার বেড়ে হয়েছে ৮৩.০১ শতাংশ। সফল পরীক্ষার্থীদের টুইট করে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।