সারদায় দুই হাজার কোটি টাকা মেরেছেন মদন: অভিষেক


কলকাতা: সারদাকাণ্ডে সাধারণ মানুষের দুই হাজার কোটি টাকা মেরে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র! যার জেরে, রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীকে তিন বছর জেলে কাটাতে হয়েছে! এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস৷ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা-নেত্রী সহ বহু কর্মী-সমর্থক৷ মিছিল শেষে বক্তব্য রাখার সময় তাঁর প্রশ্ন হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই জানিয়েছেন, সারদায় সাধারণ মানুষের দুই হাজার কোটি টাকা মেরে মদন মিত্র যদি তিন বছর জেলে থাকতে পারেন, তা হলে বিজয় মালিয়া ১০ এবং নীরব মোদীর ১৪ হাজার কোটি টাকা মেরে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বিজেপির মন্ত্রী, নেতাদের কেন জেল হবে না?

এই ধরনের প্রশ্ন সাধারণ মানুষ করছেন বলেও উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন তৃণমূল কংগ্রেস নেত্রীর ভাইপো যখন বক্তব্য রাখছেন, তখন তাঁর পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, মন্ত্রী শশী পাঁজা সহ অন্য নেতা-নেত্রীরা৷
 
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যের বিষয়ে সারদা এবং নারদকাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর কাছে জানতে চাওয়া হলে তিনি অবশ্য বলেন, ''অভিযোগ করেছে৷'' কিন্তু, অভিযোগ নয়, সাধারণ মানুষের দুই হাজার কোটি টাকা মেরে নেওয়ার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…৷ এ বার মদন মিত্র বলেন, ''স্লিপ অফ টাঙ৷''

ওয়াকিবহাল মহলের বিভিন্ন অংশের তরফে অবশ্য এমনই জানানো হয়েছে, এ দিনের কর্মসূচি ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে৷ কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিক আক্রমণের জন্য মদন মিত্রর সঙ্গে এ ভাবে তুলনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সারদা এবং নারদকাণ্ডে মদন মিত্র অভিযুক্ত৷ তাঁর দোষ এখনও প্রমাণিত হয়নি৷

অন্যদিকে, সারদাকাণ্ডে দুই হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বলে মনে করে সংশ্লিষ্ট বিভিন্ন মহল৷ এই ধরনের পরিস্থিতিতে, মদন মিত্রর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উল্লেখ করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের ওই সব অংশ৷