মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ! কমল সুদের হার


নয়াদিল্লি;   ফের মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ! সুদের হার কমল প্রভিডেন্ট ফান্ডে। শ্রমমন্ত্রকের সিলমোহরের অপেক্ষায় ছিল এই সিদ্ধান্ত। কিন্তু তা অনুমোদন পাওয়ার পরেই মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০১৭-১৮ আর্থিক বছরের জন্য কার্যকর হবে এই নতুন সুদের হার। প্রসঙ্গত, কর্নাটক নির্বাচনের জন্যে দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্ত আটকে ছিল। কিন্তু তা মিটতেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে মান্যতা দিল শ্রমমন্ত্রক।

২০১৭-১৮ সালের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(ইপিএফও)এর জন্য সুদের হার অনুমোদন করে ৮.৫৫ শতাংশ ৷ অছি পরিষদের সিদ্ধান্তকেই এবার অর্থমন্ত্রক অনুমোদন দিল বলে শ্রমমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন৷

গত ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার নেতৃত্বাধীন ইপিএফও-র অছি সিদ্ধান্ত নেয় ২০১৭-১৮ সালের জন্য সুদের হার ৮.৫৫ শতাংশ যা ঘত পাঁচ বছরে সর্বনিম্ন ৷ তার আগের বছর সুদের হার ধার্য করা হয়েছিল ৮.৬৫ শতাংশ এবং ২০১৫-১৬ সালে ছিল ৮.৮ শতাংশ৷ তার আগের দু'বছর ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ পিএফে সুদের হার ধার্য করা হয়েছিল ৮.৭৫ শতাংশ।