প্রথম ভারতীয় শুটার হিসেবে যুব অলিম্পিকে সোনা মানু ভাকেরের


বুয়েনস আয়ার্স: প্রথম ভারতীয় শুটার হিসেবে যুব অলিম্পিকে সোনা জেতার নজির গড়লেন মানু ভাকের। ১০ মিটার এয়ার রাইফেলে ২৩৬.৫ পয়েন্ট পেয়ে সোনা জেতেন মানু। এর আগে যুব অলিম্পিকের মঞ্চে শাহু মানে ও মেহুলি ঘোষ রুপো জিতলেও শুটিং-এ সোনা এই প্রথম।

গতকাল ফাইনালে ভালো শুরু করেন ষোড়শী এই শুটার। ১৮ শট পর্যন্ত প্রথম স্থানেই ছিলেন মানু। কিন্তু ১৯ তম শটে ৯.১ পেয়ে দ্বিতীয় স্থানে নেমে যান। জর্জিয়ার নিনো খুতসিবেরিডজ়ে সেই সুযোগে প্রথম স্থান দখল করে নেন। 
২১ ও ২২ তম শটে ৯.৫ ও ১০.৩ পয়েন্ট স্কোর করে ফের শীর্ষস্থানে উঠে আসেন হরিয়ানার শুটার। শেষের দিকে চাপ সামলে সোনা ছিনিয়ে নেন মানু। ২৩৫ পয়েন্ট পেয়ে রুপো জেতেন রাশিয়ার লানা এনিনা। 

বিশেষজ্ঞদের মতে, ২০১৮ সালের এশিয়ান গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হওয়ার পর এই সোনা টোকিও অলিম্পিকের আগে মানুর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।