পুজোর মুখে ১২ লক্ষ রেলকর্মীর মুখে হাসি ফোটাল মোদী সরকার


নবরাত্রি ও দুর্গাপুজোর মুখে রেলের ১২.২৬ লক্ষ কর্মীদের মুখে হাসি ফোটাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ৭৬ দিনের মজুরি বোনাস হিসাবে পেতে চলেছেন কর্মীরা। প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস হিসাবে রেল বোর্ড প্রস্তাব দিয়েছে। সেটায় সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

সবমিলিয়ে বোনাস পাবেন ১২.২৬ লক্ষ কর্মী। ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান রেলওয়েমেন - এর সাধারণ সম্পাদক এম রাঘবাইয়াহ জানিয়েছেন, ৮০ দিনের বোনাস চাওয়া হয়েছিল। শেষ অবধি ৭৬ দিনের বোনাস দিতে কেন্দ্র রাজি হয়েছে।

প্রতিবারের মতো রেল এবারও কর্মীদের বোনাস দিচ্ছে। এতে খরচ পড়বে ২ হাজার কোটি টাকা। প্রতিটি কর্মীই অন্ততপক্ষে ১৮ হাজার টাকা বোনাস পাবেন। যা উৎসবের মরশুমে অবশ্যই কর্মীদের মুখে হাসি ফোটাবে বলে কর্মীদের সংগঠন মনে করছে।