পুজো মুখে সুখবর, বেতন বাড়ছে ২.৫ লক্ষ সরকারি কর্মীর, ঘোষণা মুখ্যমন্ত্রীর


সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে রাজ্যের আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বাড়ানোর ঘোষণা করল ত্রিপুরার বিজেপি সরকার। কর্মরত সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীরাও পেনশনে সেই সুবিধা পেতে চলেছেন বলে জানানো হয়েছে। ভোটের আগে বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় এসে তা পূরণ করল সরকার।

বিপ্লব দেবের সাংবাদিক সম্মেলন
রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাংবাদিক সম্মেলন করে জানান, ১ অক্টোবর থেকে বর্ধিত বেতনের নিয়ম চালু হয়েছে। কেন্দ্রীয় সপ্তাম পে কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত বলে স্পষ্ট জানান তিনি।

গৃহীত সুপারিশ
বিপ্লব দেব জানান, আগরতলায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সুপারিশ গৃহীত হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ধন্যবাদ জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

প্রতিশ্রুতি পূরণ
রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে প্রাক্তন রাজ্য সচিব পিপি ভার্মা রিপোর্ট জমা দেন। কোন ফর্মুলায় বাড়বে বেতন তার দিক নির্দেশ করা হয়। সেটাই বিপ্লব দেবের সরকার মেনে নিয়েছে।