অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যে দারুণ খবর! ফের চাকরির সুযোগ


অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর৷ ভারতীয় রেলওয়ের উত্তর শাখা শুরু করল আবেদন প্রক্রিয়া৷ চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে আবেদনকারীকে৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ থাকছে ১৫ অক্টোবর, ২০১৮৷ বিশদ জানতে চোখ রাখুন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে(nr.indianrailways.gov.in.)৷

অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মীদের পুনরায় কাজের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়েই সিদ্ধান্তটি নিয়েছে উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ৷ ট্র্যাকম্যান পদের জন্য মোট শূন্যপদ থাকছে ২৬০০ টি৷ সাসপেণ্ডেড রেলওয়ে কর্মীরা পদটির জন্য আবেদন করতে পারবেন না৷ অনলাইন ও অফলাইন, দুইভাবেই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা৷

অফলাইনে আবেদনের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদনপত্র পাঠাতে হবে ডিভিসনাল পার্সোনাল অফিসার, মোরাদাবাদ, উত্তরপ্রদেশ৷ আবারও, কর্মজগতে অনুপ্রবেশের জন্য আবেদনকারীকে দিতে হবে একটি মেডিক্যাল টেস্ট৷ পদটির জন্য প্রার্থীদের বয়সসীমা থাকছে ৬৫ বছর৷ তাই, দেরী না করে নিজের পছন্দের পদটির জন্য আজই আবেদন করুন৷